ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লেগে ফরিদুল ইসলাম ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) রাত ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফরিদুল উপজেলার আমোদাবাদ গ্রামের বাসিন্দা। তিনি একটি বেসরকারি বীমা কোম্পানিতে কর্মরত ছিলেন।
ধরখার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল হাসেম বাংলানিউজকে জানান, রাতে ফরিদুল আখাউড়া থেকে কসবা যাচ্ছিলেন। পথে মহাসড়কের ধরখার এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা ফরিদুলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এজি/পিসি