নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে অজ্ঞাতপরিচয় (২৫) এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০৪ নভেম্বর) সকালে উপজেলার রইন্যার টেক এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বি বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা ডোবায় মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, কে বা কারা ওই তরুণীকে হত্যার পর মরদেহটি ডোবায় ফেলে যায়।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
আরবি/