ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে পাখি শিকারীর দণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
নাটোরে পাখি শিকারীর দণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরে পাখি সংরক্ষণ ও পাখি ধরার সরঞ্জামাদি রাখার দায়ে শরিফুল ইসলাম (২৭) নামে এক পাখি শিকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

 
শুক্রবার (০৪ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নায়িরুজ্জামান এ দণ্ডাদেশ দেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শরীফুল ওই এলাকার বদরুজ্জামানের ছেলে।
 
ইউএনও মোহাম্মদ নায়িরুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পাখি শিকারীকে  আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে দু’টি শিকারী পাখি (ঘুঘু ও ডাহুক), বিপুল পরিমাণ পাখি ধরার সরঞ্জামাদি ও নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল জব্দ করা হয়।
 
‘পরে শিকারী পাখি সংরক্ষণ ও পাখি ধরার সরঞ্জামাদি রাখার দায়ে আটক শরিফুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ’ বলেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১১৪২৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এজি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।