ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ভারত সফরে সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিনিধি দল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
ভারত সফরে সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিনিধি দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের আমন্ত্রণে ভারত সফরে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ১০ সদস্যের প্রতিনিধি দল।

শুক্রবার (০৪ নভেম্বর) দুপুরে তারা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন ত্যাগ করেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের ইতিহাসে এই প্রথমবার ক্লাব সদস্যদের অভিজ্ঞতার ভার সমৃদ্ধ করতে এ সফরের আয়োজন করা হয়েছে। প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে ভারতের দার্জিলিংসহ বিভিন্ন ঐতিহাসিক ও বিখ্যাত স্থাপনা পরিদর্শন করবেন প্রতিনিধি দলের সদস্যরা।

প্রতিনিধি দলে রয়েছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচি, সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, অর্থ সম্পাদক ফারুক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মোশারফ হোসেন, মো. আসাদুজ্জামান ও শাহীন গোলদার।

আগামী ৯ নভেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।