হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০৪ নভেম্বর) ভোরে উপজেলার মহাশয় বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন- উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জামাল মিয়া (২৮) ও একই উপজেলার দত্তপাড়া গ্রামের চেরাগ আলীর ছেলে মোশাহিদ মিয়া (৩০)।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান বাংলানিউজকে জানান, ভোরে মহাশয় বাজার এলাকায় ডাকাতির চেষ্টাকালে অভিযান চালিয়ে ওই দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।
এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে গুলিসহ পাইপগান, চারটি রামদা, তিনটি ছুরি ও কুড়াল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত ওই দুই ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় এক ডজন ডাকাতি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
আরবি/পিসি