ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নারী-শিশু ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
নারী-শিশু ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ছবি: রানা- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

শুক্রবার (০৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের নেতারা।

ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসুর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের ঢাকা মহানগর শাখার সদস্য সচিব জুলফিকার আলী, মহিলা ফোরামের কেন্দ্রীয় উদেষ্টামণ্ডলীর সদস্য সামসুন্নাহার জ্যোৎস্নাসহ সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, চলতি বছরের প্রথম নয়মাসে সারাদেশে ৪৬৬ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে মামলা হয়েছে মাত্র ২৫০টির। ক্ষমতা ও অর্থের দাপটে ধর্ষণকারীরা পার পেয়ে যাচ্ছে।

একের পর এক নারী-শিশু নির্যাতন হত্যা-ধর্ষণের ঘটনা ঘটলেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় নারী নির্যাতন বেড়েই চলছে। তাই দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এমএফআই/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।