ফেনী: ফেনী সদরের পাছগাছিয়া ইউনিয়নের তেহমুহানীতে ডাকাতি করার সময় ১১ ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
শুক্রবার (৪ নভেম্বর) তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার ভোর ৪টায় ফেনী-নোয়াখালী মহাসড়কের ওই ইউনিয়নে ব্যারিকেড দিয়ে বিভিন্ন বাসে ডাকাতি করে একদল ডাকাত। এসময় যাত্রীদের চিৎকার শুনে এলাকার লোকজন মাইকে ঘোষণা দিলে স্থানীয়রা ছুটে আসেন। পরে ৩ জনকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
বাকী ৮ জন পালিয়ে মহাসড়কের পাশে কয়েকটি বাড়িতে অবস্থান নিয়ে বাড়ির লোকদের জিম্মি করে রাখে। তবে পুলিশ ও স্থানীয়রা এলাকা ঘিরে ফেলে তাদের আটক করে।
ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
বিএসকে/আরএ