রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসের চাপায় এক অটোরিকশা চালক ও এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার অপর এক যাত্রী।
শুক্রবার (০৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কর্ণগোপ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ময়মনসিংহের ত্রিশাল থানার পশ্চিমধলা এলাকার লিটন মিয়া (৪৫) ও পটুয়াখালীর গলাচিপা থানার কাঞ্চন বাড়িয়া এলাকার ইছা মিয়ার স্ত্রী মর্জিনা আক্তার (৩০)।
এ ঘটনায় গুরুতর আহত ইছা মিয়াকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি স্থানীয় এসিএস টেক্সটাইলের শ্রমিক।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বিকেল সাড়ে ৩টার দিকে সিলেটগামী একটি বাস অপরদিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক লিটন মিয়া ও যাত্রী মর্জিনা আক্তার নিহত হন।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬/আপডেট ১৭৪০ ঘণ্টা
বিএসকে/এসআর