ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে ২ মণ নিষিদ্ধ পিরানহা জব্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাছ ব্যবসায়ী চাঁন মিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ শঙ্কর কুণ্ডু শুক্রবার (০৪ নভেম্বর) সকালে স্থানীয় ভালুকা সড়কের রেল ক্রসিং এলাকায় এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ত্রিশাল উপজেলার ধলা এলাকার মাছের ফিসারিতে নিষিদ্ধ পিরানহার চাষ হয়। সেখান থেকে অসাধু মাছ ব্যবসায়ীরা গফরগাঁওয়ের মাছ বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২ মণ পিরানহা মাছ জব্ধ করেন এবং ওই মাছ ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেন।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এমএএএম/জেডএস