জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে সফিউল মুন্সী নামে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে ৬ লাখ ভারতীয় রুপি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (০৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার কামালপুর সীমান্তে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কর্তিমারী গ্রামের সফিউল ভারতীয় গরু কেনার জন্য সীমান্তবর্তী কামালপুর ইউনিয়নের যদুরচর এলাকায় আসেন। বাক্কারমোড় এলাকার আঞ্জুর বাড়ির কাছে এলে তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে করে এসে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
কামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, ভারতীয় রুপি উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে থানায় আসেননি।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
আরবি/আরএ