ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে এক হাজার টাকার ২৫টি জালনোটসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
আটকরা হলেন- মো. আল আমীন (২৮) ও মো. মান্নান (৩২)।
শুক্রবার (০৪ নভেম্বর) ভোর ৪টার দিকে জেলার গৌরীপুর থানাধীন রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর বাজার থেকে তাদের আটক করা হয়।
পরে বিকেলে র্যাব থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
র্যাব-১৪’র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাজ্জাদ হোসেন এ অভিযানের নেতৃত্ব দেন।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এমএএএম/আরআইএস/এমজেএফ