ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গৌরীপুরে জাল টাকাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
গৌরীপুরে জাল টাকাসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে এক হাজার টাকার ২৫টি জালনোটসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)।

আটকরা হলেন- মো. আল আমীন (২৮) ও মো. মান্নান (৩২)।

শুক্রবার (০৪ নভেম্বর) ভোর ৪টার দিকে জেলার গৌরীপুর থানাধীন রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর বাজার থেকে তাদের আটক করা হয়।

পরে বিকেলে র‌্যাব থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

র‌্যাব-১৪’র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাজ্জাদ হোসেন এ অভিযানের নেতৃত্ব দেন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এমএএএম/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।