কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণ করার অভিযোগে সুবল সূত্রধর (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০৪ নভেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে ২৯ অক্টোবর মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (০৩ নভেম্বর) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষিতার বড় ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
স্থানীয়রা জানান, কাজিয়াতল গ্রামে ২৯ অক্টোবর মধ্যরাতে ওই মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এ সময় একই গ্রামের হারাধন সূত্রধরের ছেলে সুবল সূত্রধর, কৃষ্ণার ছেলে সুমন (২৫), খোরশেদ আলমের ছেলে মোস্তফা (২০) ও হারুনুর রশিদের ছেলে দেলোয়ার (২২) জোরপূর্বক তাকে বাড়ির পূর্ব-দক্ষিণ দিকে একটি পুকুর পাড়ে নিয়ে যায়।
সেখানে হারাধনের ছেলে সুবল মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে।
এদিকে, মেয়েটির পরিবার গ্রামের মাতবরদের কাছে এ ব্যাপারে বিচার চাইলেও কোন লাভ হয়নি। পরে মেয়েটির বড় ভাই থানায় মামলা দায়ের করেন। এরই ভিত্তিতে সুবলকে পুলিশ গ্রেফতার করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, মেয়েটিকে মেডিকেল চেকআপ করার জন্য সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এজি/আরএ