ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে মই থেকে পড়ে বিদ্যু‍‍তকর্মীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
সিলেটে মই থেকে পড়ে বিদ্যু‍‍তকর্মীর মৃত্যু

সিলেট: সিলেটে বিদ্যুৎলাইন মেরামতকালে মই থেকে পড়ে প্রণয় চন্দ্র দাস (৪৫) নামে এক বিদ্যুতকর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎলাইন মেরামত করতে গিয়ে হঠাৎ মই থেকে পড়ে মাথায় আঘাত পান প্রণয় চন্দ্র দাস। পরে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট-১ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের জানান, প্রণয় পিডিবি সিলেটের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের মৌলভীবাজার সদরের সাদুবাড়ি এলাকায়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এনইউ/ওএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।