ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ৭ দিনব্যাপী ফ্রি চক্ষুসেবা ক্যাম্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
কুড়িগ্রামে ৭ দিনব্যাপী ফ্রি চক্ষুসেবা ক্যাম্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: কুড়িগ্রাম প্রাইমারি ট্রেইনিং ইনস্টিটিউট প্রাঙ্গণে কুড়িগ্রামের দুঃস্থ ও অস্বচ্ছল চক্ষু রোগীদের জন্য সাত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

 

 
শুক্রবার (০৪ নভেম্বর) আল বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পরিচালক ডা. আহমেদ তাহের আল মিম্মারী এ ক্যাম্পের উদ্বোধন করেন।


 
এ সময় জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, সদর হাসপাতালের ব্যাবস্থাপক ডা. অজয় কুমার, পিটিআই সুপার মো. ফয়জুল ইসলাম উপস্থিত ছিলেন।

জানা যায়, সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে আল ন‍ূর চক্ষু হাসপাতালের পরিচালকের নেতৃত্বে ৬০ সদস্যের মেডিকেল টিম চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দেবেন।

সাতদিনে পাঁচ হাজার চক্ষু রোগীর সানি, কর্নিয়া অপারেশনসহ চোখের বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেওয়া হবে। এছাড়াও অপারেশনের রোগীদের বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এজি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।