কুড়িগ্রাম: কুড়িগ্রামের পুরাতন থানাপাড়া এলাকায় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের পৈত্রিক বাড়িতে কোরআন খানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৪ নভেম্বর) জুম্মার নামাজের পর কেন্দ্রীয় বাজার জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক খান মো. নুরুল আমীন, জেলা আ.লীগের সভাপতি আমিনুল ইসলাম মণ্ডল, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্রাহাম লিংকন প্রমুখ।
পৈত্রিক বাড়িতে চেহলাম অনুষ্ঠানে লেখকের সহধর্মীনি আনোয়ারা সৈয়দ হক, ছেলে দ্বিতীয় সৈয়দ হক, বোন ফিন হুসাইন রুকু, ইন্টেরিয়ন ডিজাইনার নাজনীন হক মিমি, ছিত্র শিল্পী ওয়াদুদ কাপিল, শাহিদা সিদ্দিক, কবিরুল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে, কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদমাধ্যম কর্মীদের সামনে সব্যসাচী লেখকের কবর চত্বরে স্মৃতিস্তম্ভের ডিজাইন উন্মোচন করেন- কবির সহধর্মীনি আনোয়ারা সৈয়দ হক।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
এনটি/পিসি