মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিলপৌলী গ্রামের এক আইনজীবীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসী।
শুক্রবার (০৪ নভেম্বর) দুপুরে বিলপৌলী প্রাথমিক বিদ্যালয় মোড় এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বাসিন্দারা।
ওই গ্রামের আইনজীবী জহিরুল ইসলাম জহির দীর্ঘদিন ধরে সরকারি দলের প্রভাব খাটিয়ে স্থানীয় লোকদের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করে আসছে বলে অভিযোগ করেন বাসিন্দারা।
মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে জায়গা দখল, সরকারি চাকরির নামে টাকা আত্মসাৎ, এনজিওর নামে প্রতারণা করে আসছিলেন জহিরুল। এ কারণে তার শাস্তি দাবি করেন বক্তরা।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
বিএসকে/পিসি