মধুপুর (টাঙ্গাইল): আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত প্রেসিডিয়াম সদস্য ড.আব্দুর রাজ্জাক এবং শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুননাহার চাঁপাকে গণসংবর্ধনা দেবে মধুপুরে উপজেলা আওয়ামী লীগ।
মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (০৫ নভেম্বর) বিকেল তিনটায় তাদের এ গণসংবর্ধনা দেওয়া হবে।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের তিনবারের সংসদ সদস্য সাবেক খাদ্যমন্ত্রী ড. আ. রাজ্জাক ও তার সম্পর্কে বোন চাঁপাকে গণসংবর্ধনা দেওয়া উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করেছে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি সভাপতিত্ব করবেন। উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, পৌর মেয়র মাসুদ পারভেজসহ স্থানীয় আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এনটি/পিসি