ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
নড়াইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নড়াইল: নড়াইলে বাসের চাপায় জুলফিকার (৫০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন ইজিবাইকের ৪ যাত্রী।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে নড়াইল-মাগুরা সড়কের ধোন্দা মোড়ে  এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুলফিকার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নালিয়া গ্রামের বাসিন্দা। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

আহতরা হলেন-হাফেজ (৭০), নবজেল (২০), মাসুম (২৫) ও আমিন শেখ। তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদের মধ্যে সদরের রতডাঙ্গা গ্রামের হাফেজকে (৭০) আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হবখালী ইউনিয়নের সুবুদ্ধিডাঙ্গা এলাকায় রাস্তার পাশের গাছ কাটার কারণে সেখানে যাত্রীবোঝাই একটি ইজিবাইক ও মোটরসাইকেল দাঁড়িয়ে ছিল। এ সময় মাগুরা থেকে নড়াইলগামী একটি বাস (পাবনা জ ০৪- ০০২৫) দাঁড়িয়ে থাকা ইজিবাইক ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
 
এতে মোটরসাইকেলের চালক জুলফিকার ও ইজিবাইকের ৪ যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুলফিকারের মৃত্যু হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, এ ঘটনার পর স্থানীয়রা ধাওয়া দিয়ে চালকসহ বাসটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।