ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে পরীক্ষার্থীর ৬ মাসের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
বকশীগঞ্জে পরীক্ষার্থীর ৬ মাসের কারাদণ্ড

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে এসএসসির (বাউবি) ফাইনাল পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে হুমকি দেওয়ার অভিযোগে এক পরীক্ষার্থীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শুক্রবার (০৪ নভেম্বর) উপজেলার চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

চন্দ্রাবাজ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, শুক্রবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসির (বাউবি) ফাইনাল পরীক্ষা চলকালীন হামিদুল ইসলাম নামে এক পরীক্ষার্থী নকল করছিল। বিষয়টি দেখে তার খাতা নিয়ে নেন বিশ্ববিদ্যালয়ের মনোনীত প্রতিনিধি কবির হোসেন।

এসময় হামিদুল কবির হোসেনকে দেখে নেওয়ার হুমকি দেয় ওই ছাত্র। পরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএসও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান সিদ্দিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হামিদুল ইসলামে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে তাকে জামালপুর কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত হামিদুল ইসলাম বকশীগঞ্জ উপজেলা নিলক্ষিয়া ইউনিয়নের নিলক্ষিয়া গ্রামের খিজির মিয়ার ছেলে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।