জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যাদু মিয়া (৬০) নামে আহত এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৪ নভেম্বর) সকাল ৭টায় জামালপুর-রৌমারী সড়কের বাসকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যাদু মিয়ার ছেলে রেমান মিয়া বাংলানিউজকে জানান, বকশীগঞ্জ থেকে নিলক্ষিয়া যাওয়ার পথে ওই এলাকায় একটি ট্রাক তার বাবাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
বিএসকে/আরএ