ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় মিউজিক অ্যাসোসিয়েশনের বর্ষপূতি উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
বগুড়ায় মিউজিক অ্যাসোসিয়েশনের বর্ষপূতি উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় মিউজিক অ্যাসোসিয়েশনের তৃতীয় বর্ষপূতি উৎসব পালিত হয়েছে।

শুক্রবার (০৪ নভেম্বর) বিকেলে পৌর পার্কের ওস্তাদ আলাউদ্দিন মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 
সংগঠনের সভাপতি আতিকুর রহমান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন।
 
অলক পাল ও এইচ আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সঙ্গীত শিল্পী তৌফিকুল আলম টিপু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, বিএফইউজে সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, রানার গ্রুপের পরিচালক সাইরুল ইসলাম, জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, অত্র সংগঠনের সাধারণ সম্পাদক এমএ হাসনাত, বেলাল হোসেন প্রমুখ।
 
এতে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রফিকুল ইসলাম রফিক, বিমল কবিরাজ, জাহাঙ্গীর মাহমুদ, নজরুল ইসলাম, অঞ্জনা, আশুতোষ, রুপা, আলমগীর, জেবা, সাজ্জাদ আলী, আতিকা প্রমুখ।
 
২০১৩ সালে প্রতিষ্ঠিত মিউজিক অ্যাসোসিয়েশন বিভিন্ন সময়ে সামাজিক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে গুণীজন সংবর্ধনা, জাতীয় দিবস পালন, শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ, শিল্পীদের আর্থিক অনুদান, সহযোগিতা ও দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এমবিএইচ/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।