ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ১০ টাকার চাল দোকানে বিক্রি করায় ডিলার আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
আশুলিয়ায় ১০ টাকার চাল দোকানে বিক্রি করায় ডিলার আটক

আশুলিয়া (সাভার): আশুলিয়ার ইয়ারপুর এলাকায় ১০ টাকা মূল্যের চাল দোকানে খুচরা বিক্রির সময় জাহের আলী নামে এক ডিলারকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার ইয়ারপুর বাজারে শহীদুলের মুদি দোকান থেকে তাকে আটক করা হয়।

এসময় পাঁচ বস্তা চাল জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানের মালিক শহীদুল পালিয়ে যান।

জাহের আলী ওই এলাকায় মুক্তিযোদ্ধা ও পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত এবং ১০ টাকা মূল্যের চাল বিক্রির ডিলারশিপ নিয়েছিলেন।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আশরাফুল আলম বাংলানিউজকে জানান, ওই বাজারে একটি মুদি দোকানে ১০ টাকা মূল্যের চাল খুচরা বিক্রি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহের আলীকে আটক করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।