বগুড়া: বগুড়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী যুবমেলা সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।
শুক্রবার (০৪ নভেম্বর) বিকেলে শহরের তিন মাথায় অবস্থিত যুব উন্নয়ন অধিদপতরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা যুব উন্নয়ন অধিদপতরের উপ-পরিচালক বিরাজ চন্দ্র সরকারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) শিশির কুমার রায়।
বিশেষ অতিথি হিসেবে যুব উন্নয়ন অধিদপতরের ইমপ্যাক্ট প্রকল্পের পরিচালক আব্দুল হামিদ খান।
শিশির কুমার রায় তার বক্তব্যে বলেন, যুবদের মেলার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে আত্মকর্মী হিসেবে নিজেদের গড়তে হবে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বেকারত্ব নিরসনে এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথি অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটারিং, বাটিক ও ব্লক প্রিন্টিং কোর্সের প্রশিক্ষণার্থী এবং মেলায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
এর আগে ০১ নভেম্বর (মঙ্গলবার) জাতীয় যুব দিবসে জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন এ মেলার উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ২০৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এমবিএইচ/জিপি/এমজেএফ