ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চার বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
চার বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

সাতক্ষীরা: অবৈধভাবে ভারতে গিয়ে আটক হওয়া এক শিশুসহ চার বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।  

শুক্রবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার ভোমরা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।

ওই চার বাংলাদেশি হলেন- যশোরের মনিরামপুরের আশুতোষ রায় (২৭), সাতক্ষীরা শহরের রাজার বাগান এলাকার দেবেন্দ্র নাথ দাস (৩৩), সদর উপজেলার নারানজোল গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী রিক্তা বেগম ও তার তিন বছরের শিশু মেয়ে পান্না আক্তার।

বিজিবি’র ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার সিরাজুল গণি বাংলানিউজকে জানান, এক শিশুসহ চার বাংলাদেশি নাগরিক শুক্রবার সকালে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ তাদের আটক করেন। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সন্ধ্যায় তাদের ফেরত দেয়।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।