মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় গলায় ফাঁস দিয়ে শেখ ফজলুর রহমান ফজলু (৪২) নামে এক সাবেক বিএনপি নেতা আত্মহত্যা করেছেন।
শুক্রবার (০৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ফজলু মানিকগঞ্জ সদর উপজেলার আট্টিগ্রাম ইউনিয়নের কোষাভাঙা এলাকার মৃত শেখ জলিল মাতব্বরের ছেলে। তিনি ওই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং মানিকগঞ্জ সদর উপজেলা জাসাসের সহ সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যায় ফজলু নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আনিছুর রহমান বাংলানিউজকে জানান, হাসপাতালে আনার আগেই ফজলুর মারা যান। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় অবগত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এনটি/পিসি