গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন এলাকায় দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. সেলিম মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই মাদ্রাসার শিক্ষক ছুটিতে থাকায় তার শ্যালক সেলিম মিয়াকে কয়েক দিনের জন্য মাদ্রাসার দায়িত্ব দিয়ে যান। শুক্রবার সকালে ওই মাদ্রাসার ছাত্রীসহ আরও দুই ছাত্রীকে বাসা থেকে মাদ্রাসায় ডেকে আনেন সিলিম মিয়া। কিছু সময় পর অন্য দুই ছাত্রীকে বাসায় পাঠিয়ে দেন। এক পর্যায়ে ওই ছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করেন সেলিম মিয়া।
পরে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে ধর্ষক সেলিম মিয়াকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। পরে আহত ওই ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
আরএস/জিপি/এমজেএফ