ঢাকা: বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ ‘নাডা’ আরও শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে৷ এর প্রভাবে শুক্রবার (৪ নভেম্বর) সারাদিন প্রায় সূর্যের দেখা মেলেনি। দেশের অধিকাংশ জেলায় হয়েছে বৃষ্টিপাতও।
আবহাওয়াবিদরা বলছেন, ‘নাডা’ ঘূর্ণিঝড় আকারে শনিবার (৫ নভেম্বর) বিকেল নাগাদ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে দক্ষিণ উপকূলে। এর প্রভাবে আগামী ৩৬ ঘণ্টাও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হালকা থেকে মাঝারি এমনকি ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷
আপাতত সোমবারের (৭ নভেম্বর) আগে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা কম বলেই জানাচ্ছে আবহাওয়া অধিদফতর৷ সেজন্য মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে অধিদফতরের পক্ষ থেকে৷
ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, বাংলাদেশে আছড়ে পড়ার আগে ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূল কাঁপিয়ে যাবে নাডা। সেজন্য ওই উপকূলবর্তী এলাকায়ও এ প্রভাব পড়বে৷ তবে অনেক দূর থেকে উপকূল ঘেঁষে আসায় এর আঘাতে ক্ষতির আশঙ্কা কমে যাবে৷
আবহাওয়াবিদরা বলছেন, ‘নাডার’ প্রভাবে শীতও পেছাবে৷ বরং এর প্রভাবে আর্দ্রতা বেড়ে আবহাওয়া উষ্ণও হতে শুরু করবে৷ বাংলাদেশে আছড়ে পড়ে ‘নাডা’ ত্রিপুরা হয়ে মনিপুর, মিজোরামের দিকে চলে যাবে।
** শনিবার আছড়ে পড়তে পারে ‘নাডা’
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এসএস/আরআইএস/এইচএ/