জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলীতে ট্রাক্টরের ধাক্কায় জেসমিন (২৫) ও হাবিবুর রহমান (২৮) নামে এক দম্পতি নিহত হয়েছেন।
শুক্রবার (০৪ নভেম্বর) রাত ৮টায় জয়পুরহাট-ক্ষেতলাল সড়কের বটতলী বাজারের নর্দানের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে স্ত্রী জেসমিনকে নিয়ে বাড়িতে যাচ্ছিলেন হাবিবুর রহমান। এ সময় বটতলী বাজারের নর্দানের ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন দু’জন। পরে তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পথে জেসমিনের মৃত্যু হয়।
হাবিবুর রহমানকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল নেওয়ার পথে মারা যান তিনি।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
বিএসকে/পিস