ঢাকা: রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
তারা হলেন- আসাদুজ্জামান (৩৫) ও তার ছেলে রূপক (০৫)
শুক্রবার (০৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ভিআইপি গেট সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহাবুব হাসান জানান, বাবা-ছেলে রিকশাযোগে যাচ্ছিলেন। এসময় পেছন দিকে থেকে একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাবা-ছেলের মৃত্যু হলেও প্রাণে বেঁচে যান রিকশাচালক।
ট্রাকচালককে আটক করে ট্রাকটি থানায় দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এজেডএস/ওএইচ/এসএনএস