বদরগঞ্জ: রংপুরের বদরগঞ্জে ডা. মোখলেসুর রহমান ক্লিনিকে দুই নবজাতকসহ মা মাজেদার মৃত্যু হয়েছে।
মাজেদা পৌর সদরপাড়া গ্রামের আবদুস সালামের স্ত্রী।
শুক্রবার (০৪ নভেম্বর) রাত সাড়ে ৬টার দিকে তাদের মৃত্যু হয়।
এদিন দুপুরের দিকে মাজেদাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সিজারের মাধ্যমে দুই নবজাতক পৃথিবীতে এলেও মাসহ তাদের মৃত্যু হয়। ভুল চিকিৎসায় তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ আত্মীয়-স্বজনদের।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান প্রধান বাংলানিউজকে বলেন, আমার কাছে এখনও অভিযোগ আসেনি। এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এসএনএস