ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে হরিজন সেবকদের জন্য ভবন নির্মাণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
বরিশালে হরিজন সেবকদের জন্য ভবন নির্মাণ

বরিশাল: বরিশালে হরিজন সেবকদের জন্য ছয়তলা বিশিষ্ট দু’টি ভবন নির্মাণ করা হচ্ছে।

শুক্রবার (০৪ নভেম্বর) নগরের কাউনিয়ায় এলাকায় ২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ভবন দু’টির  নির্মাণকাজের উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল।

এ ভবন নির্মাণের মধ্য দিয়ে নগরের কাউনিয়ায় হরিজন সেবক কলোনির প্রায় ৮০টি পরিবারের আবাসনের উন্নয়ন ঘটবে।

আহসান হাবিব কামাল বলেন, হরিজনদের প্রধান পরিচয় তারা নগরীর সেবক। এ সেবকরাই নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখছে। নাগরিক জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে তুলছেন তারা। কিন্তু তাদের জীবনযাত্রার মান কতোটা উন্নত সে খবরও রাখতে হবে।

তাই তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বহুতল ভবন নির্মাণসহ নানান উন্নয়নমূলক পদক্ষেপ হাতে নিয়েছে বরিশাল সিটি করপোরেশন।

সেবকরা জানিয়েছেন, অবহেলিত এ কলোনিতে বিগত ৭০ বছরে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ প্রথম তাদের ভাগ্যের উন্নয়নে কোনো কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন- বিসিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমএ মোতালেব, নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান, সহকারী প্রকৌশলী মো. আরিফুর রহমান, কাউন্সিলর একেএম মরতুজা আবেদীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমএস/ওএইচ/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।