নেত্রকোনা: দুর্গাপুর উপজেলার মেনকি ফান্দা গ্রামে ২৮ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী মো. কালাম মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। কালাম একই গ্রামের আব্দুল সুবহান মিয়ার ছেলে।
শুক্রবার (০৪ নভেম্বর) দিনিগত রাতে নেত্রকোনা সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ছানোয়ার হোসেন অভিযান চালিয়ে তাকে আটক করেন।
পুলিশের এই কর্মকর্তা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কালাম দীর্ঘদিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। আটকের পর তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এসএনএস