ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে ভারতীয় ২৮ বোতল মদসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
দুর্গাপুরে ভারতীয় ২৮ বোতল মদসহ মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনা: দুর্গাপুর উপজেলার মেনকি ফান্দা গ্রামে ২৮ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী মো. কালাম মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। কালাম একই গ্রামের আব্দুল সুবহান মিয়ার ছেলে।

 

শুক্রবার (০৪ নভেম্বর) দিনিগত রাতে নেত্রকোনা সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ছানোয়ার হোসেন অভিযান চালিয়ে তাকে আটক করেন।  

পুলিশের এই কর্মকর্তা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কালাম দীর্ঘদিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। আটকের পর তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।