ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় এ পর্যন্ত ৪৪ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৪ নভেম্বর) দিনগত রাতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৩৩ জনকে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সেদিনের তাণ্ডবের ভিডিও ফুটেজ দেখে গত রাতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৩৩ জনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় সহস্রাধিক অজ্ঞাতনামাকে আসামি করে দুটি মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কাজল জ্যোতি দত্ত ও নির্মল চৌধুরী।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
পিসি/