ঝিনাইদহ: ঝিনাইদহে একটি চালের মিল থেকে নিরাপত্তা কর্মীদের বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ৫৬১ বস্তা চাল লুটে নিয়েছে ডাকাতরা।
শুক্রবার (০৪ অক্টোবর) রাতে সদর উপজেলা বিষয়খালী বাজার এলাকার আর কে এন্টারপ্রাইজ নামে মিলে এ ঘটনা ঘটে।
মিল মালিক মনিরুল ইসলাম মনা বাংলানিউজকে জানান, রাত ২টার দিকে ২০/২৫ জনের একদল ডাকাত মিলে প্রবেশ করে সেখানে থাকা ৩ জন নিরাপত্তা কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে। এরপর তারা গুদামে থাকা ৫০ কেজি ওজনের প্রায় ৫৬১ বস্তা চাল ২টি ট্রাকে করে নিয়ে পালিয়ে যান।
লুট হওয়া চাউলের আনুমানিক মূল্য ১১ লাখ ২২ হাজার টাকা বলে জানিয়েছেন মিল মালিক মনিরুল ইসলাম মনা।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, বিষয়টি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে লুট হওয়া চাল উদ্ধারে পুলিশ কাজ করছে।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
পিসি/