ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
বরিশালে অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা

বরিশাল: ২ নম্বর সতর্কতা সংকেত থাকায় বরিশালের অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

শনিবার (০৫ নভেম্বর) সকাল পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার।



তিনি জানান, এ নিষেধাজ্ঞার ফলে সকাল ৮টা থেকে ৬৫ ফুটের নিচের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ লঞ্চ বরিশালে এমএল লিমা-২ ও এমএল বিসমিল্লাহ নামে ২টি লঞ্চ রয়েছে, যার মধ্যে ১টি সকালে ছেড়ে গেলে তা আবার ফেরত আনা হয়।

লঞ্চ চলাচলের ওপর এ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানান তিনি।

পাশাপাশি অভ্যন্তরীণ রুটের অন্যান্য লঞ্চগুলোকেও বিশেষ সতর্কতা অবলম্বন করে নদীপথে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে।

শনিবান সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরিশালে ১২ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি আজ সকাল থেকে বৃষ্টির সাথে মৃদু বাতাস বইছে। ফলে, গত ৩ নভেম্বর যেখানে বরিশালের তাপমাত্রা ছিলো ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস সেখানে আজ ৫ নভেম্বর এ তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমান।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।