ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর উপজেলার ভানোর গ্রামে সড়ক দুর্ঘটনায় মো. আ. সালাম (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
শুক্রবার (০৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভরানোর ঝলঝলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সালাম ভানোর গ্রামের করিমের ছেলে ও ধনির হাট উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী।
স্থানীয়রা জানান, রাতে সালাম মোটরসাইকেল চালিয়ে নেকমরদ থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে ভানোর ঝলঝলি মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ভানোর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল ওয়াহাব বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এজি/পিসি