ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাগাতিপাড়ায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
বাগাতিপাড়ায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাটোর: নাটোরের বাতিপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের একটি পুকুর থেকে বিমল সরকার (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

 
শনিবার (০৫ নভেম্বর) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিমল সরকার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।

বাগাতিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন বাংলানিউজকে জানান, বিমল সরকার একজন মানষিক ভাসাম্যহীন। রাত ১১টা পর্যন্ত ঘরেই ঘুমিয়ে ছিলেন। সকালে তাকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এ সময় বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
 
তবে, এ বিষয়ে তার পরিবারের কোনো অভিযোগ নেই বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।