নোয়াখালী: ঘূর্ণিঝড় নাডা’র প্রভাবে টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের কারণে নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ-চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (০৫ নভেম্বর) সকাল থেকে দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যানঘাট-নলচিরাঘাট রুটে সব প্রকার নৌ-যান চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
এতে চেয়ারম্যানঘাট-নলচিরাঘাট রুট দিয়ে জেলা শহর মাইজদী, চট্টগ্রাম ও ঢাকায় চলাচল করা সব নৌ-যান চলাচল বন্ধ হয়ে গেছে।
উপজেলা প্রশাসন বাংলানিউজকে জানান, টানা বর্ষণ ও অস্বাভবিক জোয়ারে মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এমন বৈরী আবহাওয়ায় নদীতে নৌ-যান চলাচল ঝূঁকিপূর্ণ ও বিপদজনক। তাই হাতিয়ার দ্বীপ উপজেলার উত্তর পাড়ের চেয়ারম্যানঘাট থেকে দক্ষিণ পাড়ের নলচিরাঘাট রুটে চলাচলকারী সি-ট্রাকটি প্রতিকূল আবহাওয়ার কারণে বন্ধ রয়েছে।
হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসনাত মো. মঈন উদ্দিন বাংলানিউজকে জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্টি বৈরী আবহাওয়ায় সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এজি/পিসি