ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ওবায়দুল কাদেরের সঙ্গে বিজে‌পি প্র‌তি‌নি‌ধি দলের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
ওবায়দুল কাদেরের সঙ্গে বিজে‌পি প্র‌তি‌নি‌ধি দলের সাক্ষাৎ

ঢাকা: আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজে‌পির মুখপাত্রের নেতৃত্বে বাংলাদেশে আসা এক‌টি প্র‌তিনি‌ধি দল।

শ‌নিবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ধানম‌ন্ডিতে সাধারণ সম্পাদ‌কের বাসায় তারা আলাপচারিতায় মিলিত হন।

প্রায় ঘণ্টাব্যাপী তাদের মধ্যে আলোচনা হয়।

‌সাক্ষাতে ছিলেন- বিজে‌পির মুখপাত্র ড. বিজয় শংকর শাস্ত্রী, বিজে‌পির কেন্দ্রীয় ক‌মি‌টির কার্যনির্বাহী সদস্য অরুণ হালদার, বিশ্ব হিন্দু প‌রিষ‌দ বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ক‌পিল কৃষ্ণ মন্ডল, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সু‌জিত রায় নন্দী।

সাক্ষাত শেষে বিজে‌পির মুখপাত্র ড. বিজয় শংকর শাস্ত্রী বাংলা‌নিউজকে বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে রাজ‌নৈ‌তিক বাউন্ডা‌রি আছে ঠিক, কিন্তু কোনো সাংস্কৃ‌তিক বাউন্ডা‌রি নেই। দু’‌দেশের সাংস্কৃ‌তিক চমৎকার সম্পর্ক বিদ্যমান। দু’‌দেশের মানুষের মধ্যে সম্পর্ক খুবই ভালো’।

‌বিজয় শংকর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডেরও প্রশংসা করেন।

‌সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিজেপি প্রতি‌নি‌ধি দলকে জানান, বাংলাদেশে এখন বড় বড় অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। বর্তমান বিশ্বে উন্নয়ন ছাড়া এ‌গিয়ে যাওয়া সম্ভব নয়। পদ্মা সেতু, মেট্রোরেল, এ‌লিভেটেড এক্সপ্রেসও‌য়ে বাস্তবায়ন হচ্ছে। বেশ কয়েক‌টি ফ্লাইওভারও হয়েছে।

সাক্ষাতের আগে ওবায়দুল কাদের বাংলাদেশ-ভারতের মধ্যে রাজ‌নৈ‌তিক সাংস্কৃ‌তিক চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে বলে উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এসএ/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।