পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলার হাজী বাড়ি এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে নিলুফা মাহমুদ (২৫) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন।
শনিবার (০৫ নভেম্বর) সকালে ৯টার দিকে উপজেলার কাউখালী-শিয়ালকাঠী সড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিলুফা মাহমুদ উপজেলার ফলইবুনিয়া গ্রামের আহসান কবির ডাকুয়ার স্ত্রী ও জোলাগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেলে বিদ্যালয় থেকে কাউখালী সদরে যাচ্ছিলেন। পথে হাজী বাড়ি এলাকায় তিনি হঠাৎ মোটরসাইকেল থেকে পড়ে যান। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার রিকল্পনা কর্মকর্তা ডা. সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, শিক্ষিকা নিলুফা মাহমুদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এজি/পিসি