ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

প্রেমের বিয়ে অতঃপর বাসর রাতেই আত্মহত্যা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
প্রেমের বিয়ে অতঃপর বাসর রাতেই আত্মহত্যা! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: অভিভাবকরা প্রেম-ভালোবাসা মেনে না নেওয়ায় পালিয়ে গিয়ে নাহিদকে বিয়ে করেছিলেন রিংকু। বিয়ের ৭ মাস পর উভয়পক্ষ আনুষ্ঠানিকভাবে শুক্রবার (০৪ নভেম্বর) বিয়ে দেয় তাদের।

রিংকু ওঠেন স্বামীর বাড়িতে। গভীর রাত পর্যন্ত স্বামী-স্ত্রীর মধ্যে অনেক আলাপ-আলোচনা হয়। এরপর শনিবার (০৫ নভেম্বর) ভোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রিংকু।

 

শনিবার (০৫ নভেম্বর) ভোরে মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রিংকু আক্তার (১৯) মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর গ্রামের আলাউদ্দিন শেখের মেয়ে। আর নাহিদ ব্যাপারী একই গ্রামের আমির হোসেন ব্যাপারীর ছেলে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ইয়ানুচ আলী বাংলানিউজকে জানান, সকালে রিংকুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানা হয়েছে। এ ব্যাপারে রিংকুর বাবা আলাউদ্দিন শেখ বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যু মামলা করছেন। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।

বর-কনের পারিবারিক সূত্র জানায়, গত ৭ মাস আগে নাহিদ বেপারীকে (২২) পালিয় বিয়ে করেন রিংকু। শুক্রবার (০৪ নভেম্বর) দুইপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে দেয়। এরপর রিংকু স্বামীর বাড়িতে ওঠেন। গভীর রাত পর্যন্ত স্বামী-স্ত্রী আলাপ-আলাচনা করেন। পরে ভোরে হঠাৎ রিংকু আত্মহত্যা করেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
পিসি/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।