ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে ২ মাদকসেবীর জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
ধুনটে ২ মাদকসেবীর জরিমানা

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ ইব্রাহীম এ জরিমানা করেন।

অর্থদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-ধুনট উপজেলার চুনিয়াপাড়ার শাহ আলী (৫০) ও ধুনট সদরপাড়ার গোলাম রব্বানীর ছেলে মহসীন আলম (১৯)।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) খোকন কুমার কুণ্ডু বাংলানিউজকে জানান, শুক্রবার (৪ নভেম্বর) দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে গোসাইবাড়ি বাজার থেকে শাহ আলী ও ধুনট শহর থেকে মহসীন আলমকে মাদকাসক্ত অবস্থায় আটক করা হয়। পরে দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাস করে কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।