ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ ইব্রাহীম এ জরিমানা করেন।
অর্থদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-ধুনট উপজেলার চুনিয়াপাড়ার শাহ আলী (৫০) ও ধুনট সদরপাড়ার গোলাম রব্বানীর ছেলে মহসীন আলম (১৯)।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) খোকন কুমার কুণ্ডু বাংলানিউজকে জানান, শুক্রবার (৪ নভেম্বর) দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে গোসাইবাড়ি বাজার থেকে শাহ আলী ও ধুনট শহর থেকে মহসীন আলমকে মাদকাসক্ত অবস্থায় আটক করা হয়। পরে দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাস করে কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এজি/এসআই