ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদিআরব সফরের পর সেখানকার বাংলাদেশি শ্রম বাজারে শৃঙ্খলা ফিরেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারম্যান বজলুল হক হারুন।
শনিবার (০৫ নভেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সফরের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
বজলুল হক বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমান সৌদিআরবের শ্রমবাজার বেশি শৃঙ্খলিত। আমাদের দেশের দক্ষ ও অদক্ষ নারী-পুরুষ সৌদিআরব যাচ্ছেন।
সৌদিতে শ্রমবাজার আরো সহজতর এবং হজ কোটা বাড়ানোসহ নানা বিষয়ে আলোচনা করতে ধর্মমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বজলুল হক হারুনের নেতৃত্বে সৌদিআরবের মজলিশে শুরার প্রধানের (স্পিকার) আমন্ত্রণে ছয় সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল সৌদিআরব সফর করবেন।
তিনি বলেন, আমাদের নারী শ্রমিকদের ব্যাপারে যেসব অভিযোগ গণমাধ্যমে এসেছে সেগুলো এ সফরে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে। নারী শ্রমিক পাচার হচ্ছে বা নারীদের বিক্রি করা হচ্ছে কথাটি সত্য নয়। আমাদের কিছু সমস্যা ছিলো সেগুলো এখন শৃঙ্খলায় ফিরেছে। বলা যায়, ৯৯ ভাগ নারী শ্রমিক নিরাপদ। নারীদের বিক্রি করার কোনো সুযোগ নেই।
এবার হজ শেষে কিছু হাজী দেশে ফেরেনি কথাটি সত্য। তবে সেখানে কেউ থাকতে পারবে না। আমরা সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো। যারা ফিরে আসেননি তাদের কিছু আছে অসুস্থতার কারণে সেখানে চিকিৎসা নিচ্ছেন। এরপরেও যদি কেউ থেকে থাকে তাহলে সে ব্ল্যাক লিস্টেড হবে।
এসময় সাবেক সংসদ সদস্য ও বায়রা সভাপতি বেনজির আহমেদ বলেন, আমরা শিগগিরই এক লাখ ২০ হাজার টাকার মধ্যে সৌদি আরবে শ্রমিক পাঠানার ব্যবস্থা করবো। যারা ট্রেনিং গ্রহণ করবে তারা শুধু এক লাখ ২০ হাজার টাকায় যেতে পারবেন।
সংসদীয় প্রতিনিধি দল শনিবার রাতে সৌদিআরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফর শেষে ১৩ নভেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।
কমিটির অন্য সদস্যেরা হলেন এ কেএম এ আউয়াল (সাইদুর রহমান), মো. নূরুল ইসলাম সুজন, মো. নজরুল ইসলাম বাবু, তালুকদার মো. ইউনুস এবং সাবেক সংসদ সদস্য ও বায়রা সভাপতি বেনজির আহমেদ।
সৌদিআরবে অবস্থানকালে প্রতিনিধি দল সৌদি আরবের শ্রম মন্ত্রীর সঙ্গে শ্রম বাজার নিয়ে ও গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
এছাড়া সৌদিআরবের ধর্মমন্ত্রী এবং নবনিযুক্ত ওআইসি’র মহাসচিবসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এসএম/এএটি/বিএস