ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ৫ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
নোয়াখালীতে ৫ দোকান পুড়ে ছাই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার আনসার কোম্পানি বাজারে তেলের গুদামসহ পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

 

শনিবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডেরর ঘটনা ঘটে।

বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, সকাল থেকে বৃষ্টি থাকায় বাজারে লোকজনের উপস্থিতি কম ছিলো। হঠাৎ করে তেলের গুদামে আগুন ধরে যায়। এতে তেলের ড্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে পাঁচটি দোকানে আগুন ধরে যায়।

এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাঁচজন আহত হন। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

মাইজদী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ূন কবির বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।