ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

‘নাসিরনগরের ঘটনায় ৩ তদন্ত কমিটি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
‘নাসিরনগরের ঘটনায় ৩ তদন্ত কমিটি’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ক্ষমতাসীন আওয়ামী লীগের তরফ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিনিধি দল তিনটি নাসিরনগরে পাঠানো হয়েছে।

কমিটির সদস্যরা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছেন।

 

শনিবার (৫ নভেম্বর) রাজধানীর মধুবাগ শেরেবাংলা গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই এলাকার ভারপ্রাপ্তা কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
জেডএফ/জিপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।