সাতক্ষীরা: সাতক্ষীরায় দুস্থ ও অসহায়দের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
শনিবার (০৫ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার মুক্তিযোদ্ধা স.ম আব্দুর রউফ কমপ্লেক্সে খুলনা বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের উদ্যোগে এই চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।
খুলনা বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. মাকসুদ মাওলা ও ডা. জুবায়ের রিয়ালের নেতৃত্বে ১১ সদস্যের একটি মেডিকেল টিম অসহায় ও দুস্থদের চিকিৎসাসেবা প্রদান করেন।
চিকিৎসা শিবিরে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহাবুবুর রহমান।
এসময় দুস্থ ও অসহায় এক হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এছাড়া চিকিৎসা শিবির থেকে বাছাইকৃতদের খুলনা বি.এন.এস.বি চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে বিনামূল্যে প্রয়োজনীয় অপারেশন ও লেন্স সংযোজনে করা হবে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
বিএসকে/পিসি