বগুড়া: বগুড়ায় ৪৫তম জাতীয় সমবায় দিবস বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালন করা হয়েছে।
শনিবার (০৫ নভেম্বর) সকালে জেলা সমবায় কার্যালয় ও সদর উপজেলার সমবায়ীদের উদ্যোগে দিবসটি পালন করা হয়।
শোভাযাত্রা শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বগুড়া সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ ম শফিউজ্জামান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এটিএম নুরুজ্জামান সঞ্জয়। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কার্যালয়ের উপ-নিবন্ধক নুরুন্নবী।
সভায় আরও বক্তব্য রাখেন, পার্লস সঞ্চয় ও ঋণদান সমিতির শিশির মুস্তাফিজ, মিতালী বহুমুখি সমবায় সমিতির রেহেনা খাতুন, ওয়ার্ল্ড ভিশন বগুড়া এডিপির প্রজেক্ট ম্যানেজার ইভান্স গোমেজ, বাংলাদেশ ব্যাংক এমপ্লয়েজ কো-অপারেটিভ সোসাইটির সম্পাদক নুরুন্নবী, টিএমএসএস সমবায় সমিতির সম্পাদক রফিকুল ইসলাম, মানবকল্যাণ সমবায় সমিতির জাহাঙ্গীর আলম, সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, নামুজা মাল্টিপারপাস সমবায় সমিতির রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক পপি রানী সাহা।
শেষে শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠান ও সমবায়ীদের পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমবিএইচ/আরআইএস/আইএ