বরগুনা: বঙ্গোপসাগরে পাঁচ ট্রলার ডুবে তিন জেলে নিখোঁজ হয়েছেন।
শনিবার (০৫ নভেম্বর) সকাল ৭টায় মেহের আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া ট্রলারগুলো হলো- জাহাঙ্গীর মিয়ার মালিকানা এফবি ভাই ভাই, নাসির মিয়ার মালিকানা এফবি নাজমুল ও আ কাদেরে মালিকানা এফবি সুখ তারা। বাকি দুই ট্রলারের নাম জানা যায়ানি।
নিখোঁজ তিন জেলে হলেন- এফবি ভাই ভাই ট্রলারের মোস্তফা মাঝি, সেলিম মিয়া ও কালু খা।
উদ্ধার হওয়া জেলেরা বাংলানিউজকে জানান, সকালে আবহাওয়া খারাপ থাকায় জেলেরা সাগরে জাল না ফেলে ফিরে আসছিলেন। ওই পাঁচটি ট্রলারে মাঝিসহ মোট ৪৯ জন জেলে ছিলেন। এসময় ঝড়ের কবলে পড়ে পাঁচটি ট্রলার ডুবে যায়। এসময় সাঁতার কেটে ৪৬ জন জেলে পাড়ে উঠে এলেও তিন জন নিখোঁজ হন।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, জেলেদের খাবার, কাপড়সহ সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সবাই সুস্থ্য রয়েছে। জেলেদের বাড়ি পৌঁছানো পর্যন্ত আমাদের তত্ত্বাবধানে থাকবে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬ আপডেট: ১৯৫০ ঘণ্টা
এসআই/এনটি