ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদগঞ্জে ৪৪ প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
ফরিদগঞ্জে ৪৪ প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: তথ্য প্রযুক্তিতে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৪৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ এ উপলক্ষ্যে শনিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে এক আনুষ্ঠান আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এসব কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মো. জয়নাল আবেদীন, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অহিদুর রহমান রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।