ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বিরূপ আবহাওয়ায় রোববার টুঙ্গিপাড়া যাচ্ছেন না প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
বিরূপ আবহাওয়ায় রোববার টুঙ্গিপাড়া যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ঢাকা: বিরূপ আবহাওয়ায় রোববার (০৬ নভেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার আনুষ্ঠানিক সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (০৫ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে রোববার টুঙ্গিপাড়া যাওয়ার কথা ছিল তার।

সফরসূচিতে ছিল দুপুর আড়াইটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।